বিএনপির দুই গ্রুপের একই স্থানে সমাবেশ, ১৪৪ ধারা জারি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৮:১৬ এএম

পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমানের লোকজনদের বাদ রেখেছেন বলে অভিযোগ ওঠে। ছবি : সংগৃহীত
জয়পুরহাট জেলা শহরের একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সদর উপজেলার পুরো এলাকা জুড়ে এ ধারা জারি হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহাউদ্দিন জাহাঙ্গীর এই আইন জারি করেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহাউদ্দিন জাহাঙ্গীর বলেন, বিএনপির দুই পক্ষ একই সময়ে ও একই স্থানে কাউন্সিল অধিবেশন ডেকেছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জন-সাধারণের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা আছে। এ জন্য সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন করা হচ্ছে। এই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আরেক পক্ষ পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমানের লোকজনদের বাদ রেখেছেন বলে অভিযোগ ওঠে।
এ কারণে মতিয়র রহমানের পক্ষ তাদের অপরপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন। তারা অপরপক্ষের বিরুদ্ধে ২৯ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ করেন। ৩০ অক্টোবর সন্ধ্যায় মশাল মিছিল করেন এবং ৩১ অক্টোবর দুপুরে শহরের সড়কে মিছিল করেন। এছাড়া শুক্রবার পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক দেন তারা।
পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, ১৪৪ ধারা জারি হওয়ায় কোনো কর্মসূচি করার সুযোগ নেই। তাই আমরা আগামীকাল কোনো কর্মসূচি করবো না।
এ প্রসঙ্গে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানকে একাধিকবার ফোন করা হলেও তিনি লাইন কেটে দেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
আরো পড়ুন : ধর্ম যার যার রাষ্ট্র সবার: জহির উদ্দিন স্বপন