মনপুরায় দরিদ্র পরিবারের বসতঘর রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম

ছবি: ভোরের কাগজ
ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের নতুন চলমান বেড়ি বাঁধ পুরনো বাঁধ থেকে কিছুটা সরিয়ে করার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজউদ্দিন গ্রামের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন। এরপর এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, মনপুরা উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। এতে মনপুরা উপজেলাবাসী অনেক খুশি। কিন্তু হাজিরহাট ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের চরফৈজউদ্দিন গ্রামের পূর্ব পাশের পুরাতন বেড়ি বাঁধের মধ্যে নতুন বেড়ি বাঁধটি নির্মাণ করা হলে বেড়ি বাঁধের সাথে প্রায় ২ হাজার বসতঘর ক্ষতিগ্রস্ত হবে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন ওইসব অসহায় ও হতদরিদ্র পরিবারগুলো। তাই নতুন বেড়ি বাঁধটি পুরান বেড়ি বাঁধের থেকে ৫০/৬০ মিটার সরিয়ে করলে এই ক্ষতি থেকে রক্ষা পাবে ওই পরিবারগুলো। তাছাড়া এই ২ হাজার অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে টাকা খরচ করে বসতঘর সরিয়ে নেয়া সম্ভব নয়। তাই দ্রুত নতুন বেড়িবাঁধটি পুরনো বাঁধ থেকে সরিয়ে নির্মান করার উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি করেন তারা।
আরো পড়ুন: ট্রাক্টর চাপায় সাংবাদিকের বাবার মৃত্যু
এ সময় বক্তব্য রাখেন- সাবেক হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মন্নান হাওলাদার, হাজীর হাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মিজানুর রহমান পলাশ, হাজীর হাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম মোল্লাসহ মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে ওই এলাকার কয়েক শত নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইজ্জামান বলেন, নতুন বেড়ীবাঁধ সরিয়ে নির্মাণ করার ব্যাপারে সাধারণ মানুষের মানববন্ধন ও বিক্ষোভের কথা শুনেছি এবং জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি পেয়েছি। আশা করি চিহ্নিত এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে।