ভোরের কাগজের প্রতিনিধির বাসা ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৭:১৭ পিএম

ছবি : ভোরের কাগজ
পিরোজপুরের ইন্দুরকানীতে ভোরের কাগজের প্রতিনিধি ইকরামুল শিকদারের বাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করেছে জামায়াত-বিএনপির সমর্থকরা।
বুধবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে তার ঘোষেরহাট বাজার সংলগ্ন বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বিএনপি-জামায়াতের সমর্থকরা। এসময় তারা ঘরের ভিতরে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় বলে জানান সাংবাদিক ইকরামুল সিকদার।
এর আগে গত ৫ আগস্ট রাতে ঘোষেরহাট বাজারে তার আরো চারটি দোকান ঘরে ভাঙচুর চালানো হয়। এতে তার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ক্ষমতাসীন দলের অনুসারী হওয়ায় বিএনপি-জামায়াতের সমর্থকরা প্রতিহিংসা বসত তার বাড়ি ঘর ও দোকানপাটে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।