×

ব্যাংক

অর্থপাচারকারীরা টাকার বা‌লিশে ঘুমাতে পারবে না : বাংলাদেশ ব্যাংক গভর্নর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৪:৩০ পিএম

অর্থপাচারকারীরা টাকার বা‌লিশে ঘুমাতে পারবে না : বাংলাদেশ ব্যাংক গভর্নর

ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর দেশের অর্থ পাচারাকারীদের ধরতে আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন। তিনি বলেন , দেশের অর্থ পাচারাকারীদের ধরতে আমি আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করছি। বুধবার (১৪ আগস্ট) দায়িত্ব নেওয়ার প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের এ হুঁশিয়া‌রি দেন গভর্নর।

নতুন গভর্নর ব‌লেন, শুধু সরকার, বাংলা‌দেশ ব্যাংক একা নয়, আন্তর্জাতিক মহ‌লের সহায়তা নি‌য়ে অর্থপাচারকারী‌দের ধরতে হ‌বে। আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করব, যারা টাকা নিয়ে গেছে তারা যেন কষ্টে থাকে। তারা টাকার বিছানায় বালিশ দিয়ে যেন না ঘুমাতে পারে এ ব্যবস্থা কর‌ব।

ড. আহসান এইচ মনসুর বলেন, পাচারকারীদের অবশ্যই দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। আন্তর্জাতিক আইন এখন কিছুটা সহায়ক আছে। এই আইনকে কাজে লাগাতে হবে। আমাদের দেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আসুক বা না আসুক তাদেরকে কষ্টে রাখব।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা উল্লেখ কেরে ড. এইচ মনসুর বলেন, এই দায়িত্ব আমরা চাই বা না চাই আমাদের ঘাড়ে আসবেই। কেন্দ্রীয় ব্যাংকের সফলতা বা ব্যর্থতা আন্তর্জাতিকভাবে দুটো বিষয়ের ওপর নির্ধারণ করে। প্রথমটি হচ্ছে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ এবং দ্বিতীয়টি রিজার্ভের অবস্থান। এগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেহেতু এখন মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী অন্যদিকে রিজার্ভ নিম্নমুখী অবস্থায় আছে। তাই এই দুটোকে সমন্বয় করে আমাদের নীতি নির্ধারণ করতে হবে। যেন দ্রুত সম‌য়ের মধ্যে এই সূচক দু‌টি‌কে মাঝামাঝি অবস্থায় আন‌তে পারি। তবে রিজার্ভ বাড়া‌নোর ক্ষেত্রে আমদানির বিষয়ও নজর দি‌তে হ‌বে। আমদানি-রপ্তানি সমন্বয় ক‌রে ব্যবস্থা নি‌তে হ‌বে।

 কেন্দ্রীয় ব্যাংককে আর্থিক খাতের দুর্বলতার জন্য দায়ী ক‌রে নতুন গভর্নর ব‌লেন, আমাদের আর্থিক খাত বর্তমানে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। অনেকগুলো ব্যাংক খুবই খারাপ অবস্থায় আছে। এদের‌ বিষয় বিশেষ ব্যবস্থা নিতে হ‌বে। এটি কর‌তে সরকারের সহায়তার প্রয়োজন হবে, কারণ দুর্বল ব্যাংকগু‌লোর মূলধন প্রয়োজন হ‌বে। এই অর্থ সরকা‌র দে‌বে না‌কি বেসরকা‌রি খাত থে‌কে আসবে এটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

খেলাপি ঋণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, বিভিন্ন সুবিধা দিয়ে খেলাপি ঋণ কমিয়ে রাখা হয়েছে। পাশাপাশি আদালতে অনেক টাকা আটকে আছে। সব মিলে খেলাপি ঋণের পরিমাণ আরো বাড়বে। এখন থেকে মাঠের প্রতিবেদন ওপরে আসবে এবং মধ্যবর্তী কর্মকর্তারা পরামর্শ দিতে পারবেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংককে আন্তর্জাতিকমানে নিয়ে যাওয়া হবে বলে অঙ্গীকার করেছেন ড. আহসান এইচ মনসুর।

আরো পড়ুন: আনিসুল হক ও সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগের পর ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছর আওয়ামী লীগের ক্ষমতার অবসান ঘটে। সরকারের পতনের পর গত ৯ আগস্ট বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও পদত্যাগ করেন। এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগ দেন ড. আহসান এইচ মনসুর‌।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App