ব্রিটিশ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিল আওয়ামী লীগ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম

ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের হয়ে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দলের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ জানুয়ারি) দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মীরা লেবার পার্টির জন্য তহবিল সংগ্রহের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। এ কর্মসূচিতে টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তুলেছে পত্রিকাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে যুক্তরাজ্যে লেবার পার্টির হয়ে প্রচারণায় অংশ নিয়েছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরীসহ কয়েকজন বিশিষ্ট কর্মী। তারা স্টারমারের নির্বাচনী এলাকা হলবর্ন এবং সেন্ট প্যানক্রাসে নির্বাচনী লিফলেট বিতরণ এবং প্ল্যাকার্ড বহন করেন। একই দিনে টিউলিপ সিদ্দিকের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনের পক্ষে প্রচারণায়ও অংশ নেন তারা।
টেলিগ্রাফ আরো জানায়, স্টারমারের সঙ্গে আবদুল আহাদ চৌধুরীর করমর্দনের একটি ছবি প্রকাশ পায়, যেখানে তাকে "ভবিষ্যৎ প্রধানমন্ত্রী" হিসেবে উল্লেখ করা হয়েছিল। এর আগে ২০১৬ সালে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যুক্ত "লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ" নামক একটি সংগঠনের উদ্যোগে স্টারমার বাংলাদেশ সফর করেন। এ সফরে তার সঙ্গে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দেখা হওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে।
তবে লেবার পার্টি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশি কর্তৃপক্ষ তার ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়ে তদন্ত শুরু করেছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান, তার দীর্ঘমেয়াদি শাসনামলে বিরোধীদের ওপর নিপীড়নের অভিযোগ ছিল। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের সদস্যদের ঘনিষ্ঠতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।