×

আওয়ামী লীগ

ছাত্রলীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৯:১৫ এএম

ছাত্রলীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। ছবি : সংগৃহীত

   

সুনামগঞ্জের মধ্যনগরে নাশকতার অভিযোগে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী ও অজ্ঞাতনামা পলাতক আরো ১৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান (৩১), সাবেক সহসভাপতি রাজিব সরকার অপু (৩২), বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এহসান বিন মর্তুজ, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন (৩২), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিঠু (২৮), উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াসিফ ইরতীজা আলভী (৩৩), সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল তালুকদার (২৮), ইকবাল হাসান বাপ্পী (২৯), উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান রবিন (২৯), সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জিকু মিয়া (৩৩), বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রানা আহমেদ সানি (২৮), চামরদানী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মমিনুর রেজা জনি (৩১), বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ সজিব, চামরদানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আইতুল ইসলাম পরান (৩১) ও ছাত্রলীগ কর্মী কাকন মিয়া (৩২)।

আরো পড়ুন : শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের সময় নির্ধারণ

মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩৫/৪০ জন নেতাকর্মী মধ্যনগর বাজারে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াসিফ ইরতীজা আলভীর বাসভবনের পেছনে একটি গোপন ঘরে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারি কার্যক্রমকে বাধাগ্রস্ত করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার পতনের জন্য মধ্যনগর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার জন্য গোপন বৈঠকের আয়োজন করে। পরে এ ঘটনায় জেলা ছাত্রলীগের সহসভাপতি কবির মিয়া ওরফে কবির খাঁকে (৩০) আটক করে পুলিশ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে নাশকতার দায়ে এ মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি কবিরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App