×

আওয়ামী লীগ

দ্রুতই এ আঁধার কেটে যাবে: শেখ হাসিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

দ্রুতই এ আঁধার কেটে যাবে: শেখ হাসিনা

আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

   

বাংলাদেশে অস্থিরতা খুব বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশাবাদী আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জন্য মানুষকে সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ছিল শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। তিনি দেশে না থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার জন্মদিন পালন করেছেন। মানুষের এই ‘অকৃত্রিম ভালোবাসা’ দেখেও আপ্লুত বঙ্গবন্ধু কন্যা। সাধারণ মানুষের জন্য একটি বার্তা দিয়েছেন তিনি।

আওয়ামী লীগের একটি ‘প্রেস বিজ্ঞপ্তিতে’ জানানো হয়েছে, শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশে হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন হাসিনা। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানুষের এই ভালোবাসা দেখে, তাদের কল্যাণের জন্য শেখ হাসিনা নিজের জীবন উৎসর্গ করার কথা আবার জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। বাংলাদেশের ওপর যে অন্ধকার নেমে এসেছে তাও দ্রুত কেটে যাবে বলে আশাবাদী তিনি। শেখ হাসিনা বলেন, ‘খুব দ্রুত এই আঁধার কেটে যাবে। এই জন্য বাংলাদেশের জনগণকে শক্তি এবং সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপরেই বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের ওপর এবং তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা ২০০ পেরিয়েছে। রবিবার রাতেও নারায়ণগঞ্জে হাসিনার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

হাসিনার পুত্র জয়ও জানিয়েছেন, শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তবে হাসিনা বাংলাদেশে কবে ফিরবেন সেটা তার নিজের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন জয়। এর আগেই তিনি জানিয়েছিলেন, নিজের দেশেই ফিরে আসবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আরো পড়ুন : খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার নীলনকশা: শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App