×

এশিয়া

দক্ষিণ কোরিয়া

প্রেসিডেন্টের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ পিএম

প্রেসিডেন্টের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। ছবি : সংগৃহীত

   

সামরিক শাসন জারি করার চেষ্টা করার পর অভিশংসিত করা হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে। এরপর হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইয়লের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুও অভিসংশিত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু-কে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদ। ১৯২ জন আইনপ্রণেতা হানের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন, অভিশংসন সফল হতে প্রয়োজন ছিল ১৫১টি ভোট। খবর বিবিসির।

মাত্র দুই সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ইউন সুক-ইয়ল অভিশংসিত হওয়ার পর হান দায়িত্ব গ্রহণ করেছিলেন।প্রেসিডেন্ট ইউন সামরিক শাসন জারির চেষ্টার অভিশংসিত হন। এরপর হান দায়িত্ব পান।

বৃহস্পতিবার হানের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবটি দায়ের করে বিরোধী দল। তাদের অভিযোগ, হান সংসদ-নির্বাচিত তিন বিচারকের নিয়োগ আটকে দিয়েছিলেন। এই বিচারকরা ইউনের মামলার রায় দেয়ার জন্য দরকার ছিল।

আরো পড়ুন : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সংসদে দ্বিতীয় দফার ভোটে অভিশংসিত

সাধারণত দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে নয়জন বিচারক থাকেন। অন্তত ছয়জনের সম্মতি ছাড়া ইউনের অভিশংসন নিশ্চিত হবে না। বর্তমানে আদালতে মাত্র ছয়জন বিচারক রয়েছেন, অর্থাৎ একজনের অসম্মতি ইউনকে বহিষ্কার হওয়া থেকে রক্ষা করতে পারে।

বিরোধীরা আশা করেছিলেন, নতুন তিন বিচারকের নিয়োগ ইউনের অভিশংসন নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক হবে।

ভোট চলার সময় ক্ষমতাসীন দলের সদস্যরা প্রতিবাদ করেন এবং স্পিকারকে পদত্যাগের দাবি জানান। তাদের অভিযোগ, মাত্র ১৫১ ভোটে অভিশংসনের সিদ্ধান্ত নেয়া অন্যায়। অনেকেই ভোট বয়কট করেন।

অভিশংসনের পর হান দায়িত্ব থেকে সরে যাবেন। এখন সাংবিধানিক আদালত এই সিদ্ধান্ত চূড়ান্ত করবে। আদালতের রায় দিতে ১৮০ দিন সময় রয়েছে। হানের স্থলে অর্থমন্ত্রী চোই স্যাং-মক ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তবে হানের অপসারণ দেশটির চলমান রাজনৈতিক অচলাবস্থা ও অনিশ্চয়তা আরো বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App