×

এশিয়া

সিরিয়ায় নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণ দেয়ার আহ্বান তুরুস্কের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

সিরিয়ায় নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণ দেয়ার আহ্বান তুরুস্কের

ছবি : সংগৃহীত

   

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর নতুন প্রশাসন দায়িত্ব নিয়েছে। তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসনকে পূর্ণ সহযোগিতা দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে এবং জানিয়েছে, যদি সিরিয়া তাদের অনুরোধ করে, তাহলে সেখানে সামরিক প্রশিক্ষণ দেয়ার জন্য তারা প্রস্তুত।  

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরিয়ার নতুন প্রশাসন ইতোমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং সব সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে চায়। তুরস্কের মতে, সিরিয়ার নতুন সরকারকে যথাযথ সুযোগ দেয়া উচিত, যাতে তারা তাদের প্রশাসনিক কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারে।  

আসাদের পতন এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর জয়ে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পথে পৌঁছেছে। সিরিয়ার নতুন সরকার দায়িত্ব নেয়ার পর, তুরস্ক সম্প্রতি দামেস্কে তার দূতাবাস পুনরায় চালু করেছে, যা দুই দিন আগে তুরস্কের গোয়েন্দা প্রধানের সিরিয়া সফরের পর সম্ভব হয়েছে।  

এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী গুলার আরো বলেন, তুরস্কের অন্য দেশগুলোর সঙ্গে অনেক সামরিক সহযোগিতা চুক্তি রয়েছে এবং যদি সিরিয়ার নতুন প্রশাসন তাদের কাছে এই ধরনের সহযোগিতা চায়, তবে তুরস্ক সেটি দিতে প্রস্তুত।  

তুরস্ক দীর্ঘদিন ধরে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানিয়ে আসছে এবং তারা চায় সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাক। সিরিয়ার নতুন সরকার ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণের সম্ভাবনা সম্পর্কে আরো আলোচনা হতে পারে, যা দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাতে সহায়ক হতে পারে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App