
প্রিন্ট: ০১ মে ২০২৫, ১০:৩৩ পিএম
আরো পড়ুন
পরীমনির সাবেক স্বামী ইসমাইল হোসেনের মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৮ এএম

ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইল হোসেনের।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইল হোসেনের।